মানিকচক

দুর্নীতি সহ নানান অভিযোগে পঞ্চায়েত দপ্তরে গ্রামবাসীদের বিক্ষোভ

 

পঞ্চায়েত জুড়ে একাধিক দুর্নীতি ও পঞ্চায়েত কর্মীদের অনিয়মিত পঞ্চায়েত অফিসে আসার অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত চত্বরে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষজন।
বুধবার এই ঘটনাটি ঘটে মানিকচকের দক্ষিণ চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত চত্বরে।

    পঞ্চায়েত জুড়ে সর্বত্রই দুর্নীতি হচ্ছে এমনই অভিযোগ তোলেন বিক্ষোভকারী গ্রামবাসীরা। পাশাপাশি পঞ্চায়েতে আসছেন না প্রধান সহ সরকারি কর্মীরা বলে অভিযোগ গ্রামবাসীদের। যার কারণে নিজেদের প্রয়োজনে তাদের সাহায্য পাচ্ছেন না, পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তাই এমন অবস্থায় ক্ষিপ্ত গ্রামবাসী এদিন বিক্ষোভে শামিল হন। দ্রুত প্রশাসন পদক্ষেপ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ক্ষিপ্ত এলাকাবাসীরা।